প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

ত্ব-হা যিন নূরাঈন এরাবিক একাডেমি সখিপুর শাখায় স্বাগতম!

'একটি আলোকিত প্রজন্ম, আমাদের অঙ্গিকার'-এই শ্লোগানকে সামনে রেখে 'ত্ব-হা যিন নূরাঈন এরাবিক একাডেমি' ২০২৩ সালে রংপুরে প্রতিষ্ঠিত হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্ট্রা ও প্রতিষ্ঠাতা উল্কাদ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান।
সাধারণ ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে তৈরি এই সার্বজনীন শিক্ষা কার্যক্রম দেশব্যাপী প্রসার ঘটানোর এই মহতি উদ্যোগের অংশ হিসেবে ত্ব-হা যিন নূরাঈন এরাবিক একাডেমি, সখিপুর শাখা টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায় প্রতিষ্ঠা করা হয়। যা ২০২৪ সালের ০১ জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে এই সমন্বিত শিক্ষা কার্যক্রম চালু করে।
সরাসরি উস্তাদ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান এর সার্বিক তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় পরিচালিত নিজস্ব ভারসাম্যপূর্ণ (জেনারেল ও ইসলামিক) সমন্বিত কারিকুলামে তৈরি আধুনিক সিলেবাসের মাধ্যমে প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়।
ইসলামী জ্ঞানের ঐতিহ্য ও মূলধারা ফিরিয়ে আনার প্রয়াসে নতুন ও পুরাতন ধারার উপকারি ও প্রয়োজনীয় সব বিষয় সমন্বয় করে আকাবের ও সালাফদের উম্মতের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে (ইসলামিক শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে) একদল যুগোপযোগি মানুষ গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য।
দেশের খ্যাতিমান আলেম ও বিশিষ্ট শিক্ষাবিদদের নির্দেশনায় নূরানি তালিমুল কুরআন বোর্ডেও সিলেবাসের সাথে যুগোপযোগি পাঠ্য ও কারিগরি শিক্ষা সংযোজন করা হয়েছে।
ত্ব-হা যিন নূরাঈন এরাবিক একাডেমি বিশ্বাস করে একজন ব্যক্তির শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক বিকাশই পরিপূর্ণ শিক্ষা। শুধু পুঁথিগত বিদ্যা ব্যক্তিকে পরিপূর্ণ মানুষ করতে পারে না।
প্রতিটি শিক্ষার্থী নিজেকে যোগ্য, দক্ষ, আমল-আখলাক ও জ্ঞান-বিজ্ঞানে বিকশিত করবে, ত্ব-হা যিন নূরাঈন এরাবিক একাডেমি শিক্ষার্থীদের সেভাবেই গড়তে চায়।

জেনারেল শিক্ষা তথা জাগতিক শিক্ষা একজন শিক্ষার্থীর অন্তর থেকে আখেরাতমুখী চেতনা বিলীন করে দেয়। তাকে শুধুই বৈষয়িক লাভের প্রতি আকৃষ্ট করে তুলে। অপরদিকে আত্মসচেতন ও অভিজাত শ্রেণী ধর্মীয় শিক্ষার তীব্র চাহিদা অনুভব করা সত্ত্বেও উপর্যুক্ত পরিবেশের অভাবে নিজ সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে পারছেন না।
ত্ব-হা যিন নূরাঈন এরাবিক একাডেমি শিশু শ্রেণী হতে ৫ম শ্রেণি পর্যন্ত একটি কার্যকরী ও পরীক্ষিত শিক্ষা সিলেবাসের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। যার দ্বারা একজন শিক্ষার্থী পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়লে কুরআনে পাকের হাফেজ হয়ে যাবে, ইনশাআল্লাহ।
তাই আপনার সন্তানকে আধুনিক শিক্ষার সাথে দ্বীনি শিক্ষা দিতে সচেষ্ট হোন। আপনার সেই চেষ্টা পূরণ করতেই আমাদের সকল আয়োজন।

প্রঠিষ্ঠাতা পরিচালকের বাণী

image-not-found

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!
ইসলাম একটি জ্ঞানভিত্তিক ধর্ম। জ্ঞানগর্ভ মহাগ্রন্থ আল কোরআনের সূচনাতেই জ্ঞানার্জনের আদেশ দিয়ে মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন"।
অন্য আয়াতে বর্ণিত হয়েছে, "বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে?" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পবিত্র হাদিসে ইরশাদ করেন, "প্রত্যেক নর-নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ"।
জ্ঞানার্জনের প্রতি উৎসাহ প্রদানকারী কোরআন ও হাদিসের এসকল বক্তব্যের উপর ভিত্তি করেই/অনুপ্রাণিত হয়ে "ত্ব-হা যিন নূরাঈন এরাবিক একাডেমী'র পথচলা শুরু। ত্ব-হা যিন নূরাঈন এরাবিক একাডেমী গতানুগতিক কোন প্রতিষ্ঠানের নাম নয় বরং কোরআন সুন্নাহ বা ওহিভিত্তিক জ্ঞান এর মাধ্যমে সালাফে সালেহীনের আদর্শ অনুসরণ করে মুসলিম মানসে উন্নত চারিত্রিক মূল্যবোধ, বুদ্ধিভিত্তিক, সামাজিক, ধর্মীয় ও আধ্যাত্মিক গুণাবলীর বিকাশ সাধনকারী একটি যুগান্তকারী প্রতিষ্ঠান। উম্মাহর দুনিয়াবী ও আখেরাতের সার্বিক কল্যাণ বিবেচনায় ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম তহা জিন্নুরাইন আরবি একাডেমী। আধুনিক নূরানী মক্তব ও আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ- এর পাশাপাশি বাংলা অংক ইংরেজি তথা জেনারেল শিক্ষার সমন্বয় সাধন করে শিশুশিক্ষায় সময়ের শ্রেষ্ঠ অবদান রাখতে আমরা বদ্ধপরিকর। সিলেবাস ভিত্তিক পাঠদান পদ্ধতি ও বহুবিধ বৈশিষ্ট্যমণ্ডিত আধুনিক শিক্ষা কারিকুলামে উক্ত প্রতিষ্ঠানটি পরিচালিত।
সর্বোপরি, ইসলামী শিক্ষার প্রচার-প্রসার, উন্নত জাতি গঠন, আল্লাহ এবং তাঁর রাসূলের সন্তুষ্টি অর্জন এবং ইহ ও পরকালীন সার্বিক সফলতার লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে উক্ত প্রতিষ্ঠানটি পরিচালিত।