ছাত্রদের জ্ঞাতব্য
ইলম অন্বেষণ একটি বড় মর্যাদার বিষয়। প্রতিটি ছাত্রকে এই মর্যাদা অর্জনের যোগ্যতা
অর্জন করতে হবে। সেজন্য-
১. মাদরাসার সকল নিয়ম-কানুন, ব্যবস্থাপনা, মুহতারাম শিক্ষকবৃন্দের সকল আদেশ-নিষেধ সর্বতোভাবে মেনে নিতে
হবে।
২. চুল, দাড়ি,
গোঁফ এবং পোশাকের বিষয় পুরোপুরি সুন্নতের অনুসরণ করতে হবে।
৩. কোন ধরনের রাজনীতি, সংগঠন, সমিতি,
সমবায় ইত্যাদির সঙ্গে কোনোরূপ সংশ্লিষ্টতা সম্পূর্ণ নিষিদ্ধ।