ছাত্র-ছাত্রী ও অভিভাবকের অবশ্য পালনীয় নির্দেশনা


১. নিয়মিত একাডেমিতে উপস্থিত ও সব পরীক্ষায় অংশগ্রহণ করবো। কোনো রকম ফাঁকি দিবো না।

২. সব বিষয়ের পড়া শিখে আসবো।

৩. নিয়মিত চুল ও নখ কাটাবো।

 

৪. একাডেমির নির্ধারিত ইউনিফর্ম, আইডি কার্ড পরিধান করবো এবং একাডেমির নির্ধারিত ব্যাগ, বই, স্কেল ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিয়ে আসবো।

 

৫. লেখাপড়ার স্বার্থে সাপ্তাহিক, সাময়িক ও বাষিক পরীক্ষা পর্যন্ত শিক্ষকদের সব পরামর্শ, আদেশ ও নির্দেশ মেনে চলবো। প্রয়োজনে হলে হোস্টেলে থাকতে হলে তাও থাকবো।

 

৬. টিউশন ফি প্রদানের ক্ষেত্রে ত্ব-হা যিন নূরাঈন এরাবিক একাডেমির হিসাব শাখায়/ নির্ধারিত ব্যাংক একাউন্টে জমা দিবো।

 

৭. অভিভাবক দিবসে / অন্য কোনো প্রয়োজনে পিতা-মাতাকে (পিতা-মাতার অবর্তমানে আইনানুগ অভিভাবককে) উপস্থিত করবো। অন্য কাউকে অভিভাবক হিসেবে এনে প্রতারণার আশ্রয় নিবো না।

 

৮. আমি নিজ দায়িত্বে অভিভাবকের খরচে বাসা/ হোস্টেল থেকে একাডেমি যাওয়া আসা করবো, নিজেদের গাড়ি/ হোন্ডা ব্যবহার করলে নিজে ড্রাইভ করবো না এবং একাডেমির সামনে বা যত্র তত্র গাড়ি পার্কিং করবো না। বাসা বা হোস্টেল থেকে একাডেমি আসা-যাওয়ার পথে কোনো দুর্ঘটনা ঘটলে একাডেমি কর্তৃপক্ষকে দায়ী করবো না।

 

১০. আমার যেকোনো অনিয়মের জন্য একাডেমির সিদ্ধান্ত আমি ও আমার অভিভাবক মেনে নেবো। প্রথমবার বলে মাফ পাওয়ার জন্য কোনো আবেদন করবো না। কিংবা কারও দ্বারা কোনো প্রকার সুপারিশ করাবো না বা কোনো আইনের আশ্রয়ও গ্রহণ করবো না।

 

১১. ছুটির পর ক্যাম্পাসের সামনে, পার্কে, রেস্টুরেন্টে কোনো প্রকার জটলা সৃষ্টি করবো না এবং দ্রুত হোস্টেলে (আবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে)/ বাসায় চলে যাবো।

 

১৩. বার্ষিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে কিংবা উত্তীর্ণ না হলে পুনরায় একই শ্রেণিতে ভর্তি হবো।

 

১৬. একাডেমির পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করবো। শ্রেণিকক্ষ/ বিল্ডিংয়ের দেয়াল নোংরা করবো না এবং দেয়াল, দরজা, চেয়ার, টেবিল, টয়লেটে লেখালেখি করবো না।

 

১৭. আমি ভর্তি ফরমে যে অভিভাবকের নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়েছি তা পরিবর্তন হলে আমি তা নিজ দায়িত্বে একাডেমিকে অবহিত করবো।

 

১৯. একাডেমি অবস্থানকালে সব শিক্ষা উপকরণ, টাকা পয়সা নিজ দায়িত্বে রাখবো। প্রয়োজনের অতিরিক্ত টাকা-পয়সা, সাজ-সজ্জার উপকরণ একাডেমিতে আনবো না। কোনো কিছু হারিয়ে গেলে একাডেমি কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

 

২০. কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো ভবনে যে কোনো শিফটে ক্লাস করতে বাধ্য থাকবো।