ছাত্রাবাসের নিয়মাবলি

Ø মাদরাসা কর্তৃপক্ষের অনুমোদিত (খিলাফে সুন্নত) ব্যতিত কোনো পোশাকই গ্রহণযোগ্য নয়।

 

Ø ছাত্ররা নিজ জিম্মায় নগদ কোনো অর্থ রাখতে পারবে না। তবে পকেট খরচ হিসাবে অনূর্ধ ৫০০/- পাঁচশত টাকা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে রাখতে পারবে। এই কানুনের বিপরীত নিজ জিম্মায় টাকা রাখা শৃঙ্খলা বিরোধী বলে গণ্য হবে।

 

Ø ছাত্রের প্রাপ্য কিংবা প্রেরিত চিঠিপত্র কর্তৃপক্ষের সেন্সর করার অধিকার সংরক্ষিত।

 

Ø কোনো বিশেষ কারণে ছুটি গ্রহণ করতে হলে অভিভাবকদের পক্ষ থেকে ছুটির আবেদন শিক্ষা দপ্তরে জমা দিতে হবে।

 

Ø ছাত্রদের যার যার নির্ধারিত স্থানেই রাতে শয়ন করতে হবে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্দিষ্ট স্থান ত্যাগ করা যাবে না।

 

Ø কোনো ছাত্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না।

 

Ø যে কোনো ছাত্রকে মাদরাসা ক্যাম্পাস ত্যাগ করার সময় (যে কোনো ছুটিতে) অভ্যর্থনাকক্ষে স “আউট গোয়িং রেজিস্টারে নাম লিপিবদ্ধ করতে হবে এবং ক্যাম্পাসে প্রবেশের সময় 'ইনকামিং' রেজিস্টারে স্বাক্ষর করতে হবে।

 

Ø কোন অভিভাবক কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মাদ্রাসা ক্যাম্পাসে সরাসরি ছাত্রের সঙ্গে সাক্ষাৎ করলে তা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ' বলে বিবেচিত হবে।